ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ইউপি নির্বাচনের দাবি ওয়ার্কার্স পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ইউপি নির্বাচনের দাবি ওয়ার্কার্স পার্টির

ঢাকা: আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ করে নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নির্বাচনে সহিংসতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কেন্দ্র দখলের ঘটনা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোট দাতাদের আস্থা নষ্ট করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে।

বিবৃতিতে তারা জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ উদ্যোগ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।