ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার ভাইস চেয়ারম্যান সংগীতশিল্পী শাফিন আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
জাপার ভাইস চেয়ারম্যান সংগীতশিল্পী শাফিন আহমেদ

ঢাকা: দেশের বিশিষ্ট সংগীতশিল্পী মো. শাফিন আহমেদ ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য নিযুক্ত করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (১৯ সেপ্টেম্বর) জাপা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাপার চেয়ারম্যান জিএম কাদের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক দেশের বিশিষ্ট সংগীতশিল্পী মো. শাফিন আহমেদকে (ঢাকা) জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দিয়েছেন।  এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।