ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগে সভাপতি জলিল, সম্পাদক রোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগে সভাপতি জলিল, সম্পাদক রোকন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক কাউন্সিলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে দলটি তাদের পৌর সভাপতি পদে অধ্যক্ষ আব্দুল জলিলকে এবং সাধারণ সম্পাদক পদে রোকনউজ্জামানকে নির্বাচিত করেছে।

শান্তিপূর্ণভাবে ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ ফলাফল ঘোষণা করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।  

এদিকে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ রোকনউজ্জামান। এর আগে তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এছাড়াও সভাপতি পদে এরফান আলী মনোনয়ন নেন। পরে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- আবু সুফিয়ান (মই), গোলাম শাহনেয়াজ অপু (চশমা), আব্দুল হাকিম (তালা), এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা (মাছ)।

এই ত্রি-বাষিক কাউন্সিলে ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।