ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ: ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ: ইরান

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্য বাড়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকার জনগণের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারণ জনগণের প্রধান সমস্যা দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আর এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে।  

আগামী ২২ অক্টোবর (শুক্রবার) লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সচিব শওকত চৌধুরী, ছাত্রমিশন সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।