ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
কালীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আর নেই

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় আর নেই।  

শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম (ঝন্টুর মোড়) এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

নিহতের বড় ছেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় অজয় জানান, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বাবু বিজয় কুমার রায়।  

বাবু বিজয় কুমার নীলফামারীর জলঢাকা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দীর্ঘদিন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। পরিচ্ছন্ন এবং জনপ্রিয় নেতা হিসেবে দলের নেতাকর্মীদের মধ্যে সর্বাধিক শ্রদ্ধেয় ছিলেন তিনি। তার হাতে সুদৃঢ় হয়েছিল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি।

মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাবু বিজয় কুমার।  

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তার রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।