ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

করোনাকালে জনগণের তথ্য অধিকার সংকুচিত হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
করোনাকালে জনগণের তথ্য অধিকার সংকুচিত হয়েছে

ঢাকা: করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (৪অক্টোবর) বিকেলে দলের  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গত শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিনের’ পর্যবেক্ষণের বিষয় তুলে ধরে এ অভিযোগ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিনের’ পর্যবেক্ষণে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় ডিজিটাল সিকিউরিটি  অ্যাক্ট এবং অন্যান্য নিবর্তনমূলক আইনের সুযোগ নিয়ে মত প্রকাশের স্বাধীনতা, তথ্য অধিকার হরনের ঘটনা ক্রমাগত হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সরকারের কর্তৃত্ববাদীতা এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিএনপি মনে করে এটা আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশার অংশ। সভায় অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানানো হয়।
 
এছাড়া সভায় সম্প্রতি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞতনামা বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই হত্যাকাণ্ড একটি গভীর আন্তর্জাতিক চক্রান্ত। এ ঘটনায় রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর স্বদেশ প্রত্যাবাসনে বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো।

বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি মহিবুল্লাহর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা এবং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো হয়।     

বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।