ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
বকশীগঞ্জে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী কারাগারে

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় জামে মসজিদে গোপন বৈঠককালে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটক ১৪ জনের মধ্যে জামালপুর জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আদেল ইবনে আওয়াল রয়েছেন।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড়া জামে মসজিদে মিলিত হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রাতে বাকি ১৪ জনের নামে সন্ত্রাস দমন আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।