ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বীতায় মাঝহারুলকে বিজয়ী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
বিনা প্রতিদ্বন্দ্বীতায় মাঝহারুলকে বিজয়ী ঘোষণা ছবি: বাংলানিউজ

মেহেরপুর: বিনা প্রতিদ্বদ্বিতায় গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) নির্বাচিত হয়েছেন সাবেক মেম্বর মাঝহারুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে প্রার্থীতা যাচাই বাছাই শেষে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গাংনী উপজেলা নির্বাচন অফিসার একক প্রার্থী হিসাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

গাংনী উপজেলার ৫ নম্বর মটমুড়া ইউনিয়ন পরিষদের (নতুন মটমুড়া, চরগোয়ালগ্রাম, মোমিনপুর ও ভোলারদাঁড়) নিয়ে ১ নম্বর ওয়ার্ড।

গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মাঝহারুল ইসলামকে বেসরকারিভাবে মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) ঘোষণা করা হয়েছে।

মাঝহারুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের দুস্থ, অসহায় মানুষদের সরকারি সেবা পেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো। এছাড়া রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সমস্যা, সম্ভাবনা নিয়ে কাজ করবো।

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বরে গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই ওয়ার্ডের বর্তমান সদস্য মিলন হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেলও তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।