ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন। তবে বিএনপির দলীয় সূত্র এ বিষয়টি গণামাধ্যমে কিছু জানায়নি।

জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, রোববার (২৪ অক্টোবর) রাতে ঢাকা বিমানবন্দরে নেমে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান শর্মিলা রহমান।

অপর একটি সূত্র জানায়, তিনি হাসপাতাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসায় গেছেন। সেখানে অবস্থান করছেন। তিনি তার দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করেন।

অন্য সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শরীরে একটি মাইনর অপারেশনের জন্য সোমবার দুপুরে তাকে হাসপাতালের তৃতীয়তলায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য তার ব্যক্তিগত চিকিৎসকদের কল দিলেও তারা রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।