ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে আটক ৪

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই পৌর শহর থেকে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে জেলা জামায়াতের আমীরসহ ৪ শীর্ষ নেতাকে আটক করেছেন পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) রাত ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

আটকরা হলেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ (৫৮), সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সদস্য নুরুজ্জামান সরকার (৫৯) এবং কালাই উপজেলা জামায়াতের আমীর মুনছুর রহমান।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটকরা সোমবার বিকেলে কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকানে বসে দেশে চলমান সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।