ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রওশন এরশাদের রোগমুক্তিতে দোয়া শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
রওশন এরশাদের রোগমুক্তিতে দোয়া শুক্রবার

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় শুক্রবার (২৯ অক্টোবর) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টি (জাপা) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বাদ আসর কাকরাইল কেন্দ্রীয়  কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী, সাবেক ফার্স্ট লেডি, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

দোয়া মাহফিলে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।