ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শুধু রাজনীতি করলে হবে না, মানুষের আস্থা অর্জন করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
শুধু রাজনীতি করলে হবে না, মানুষের আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, শুধু রাজনীতি করলে হবে না, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে দলের প্রতি তাদের বিশ্বাস ও নিজের প্রতি আস্থা অর্জন করতে হবে। সেবার মানসিকতা নিয়ে জনগণের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।

জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৭০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।