ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ৯ বিদ্রোহী প্রার্থী আ.লীগ থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
সাতক্ষীরায় ৯ বিদ্রোহী প্রার্থী আ.লীগ থেকে বহিষ্কার

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলায় নয়জন বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জেলা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন- সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন ইসলাম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালি ও ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।

বহিষ্কারাদেশে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।