ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অযৌক্তিকভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
অযৌক্তিকভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অযৌক্তিকভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে মানুষের জীবন যাত্রার ব্যয় ও পণ্যের উৎপাদন এবং পরিবহন ব্যয় বেড়ে যাবে।

এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ। তার ওপর ডিজেল-কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে সাবেক অতিরিক্ত সচিব ড. নূরুন্নবী মৃধার জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

সেবার মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, সরকার ব্যবসায়িক দৃষ্টি দিয়ে দেশ পরিচালনা করলে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এই অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু, করোনাকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক কম ছিল, তখন তো তেলের দাম কমানো হয়নি। তখন যে পরিমাণ টাকা লাভ হয়েছে সেই টাকা কোথায় গেলো জানতে চান জাতীয় পার্টি চেয়ারম্যান।  

তিনি আরও বলেন, ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম সহনীয় রাখতে হবে। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে পড়ছি। এটা খুবই দুঃখজনক।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এম এ তালহা।

জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলার আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, আনোয়ার হোসেন তোতা, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য তিতাস মোস্তফা, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় নেতা রেজাউর রাজি স্বপন চৌধুরী, শেখ সরোয়ার হোসেন, মো. ফারুক শেঠ, জাকির হোসেন , আলমগীর হোসেন, পেয়ারুল হক হিমেল, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, নুরুজ্জামান, রীনা আক্তার তুলি, নজরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জাপা নেতা ইঞ্জিনিয়ার মো. আনিস উর রহমান, অ্যাডভোকেট মোতাহার হোসেন শাহজাদা, আব্দুস সামাদ, এমএ কাইয়ুম, আব্দুর রশীদ বাবু, আব্দুল গণি, রাশেদুল ইসলাম, হাজী জালাল উদ্দিন ও আবু সাঈদ হিরণ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।