ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাকিমপুরে বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
হাকিমপুরে বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার

দিনাজপুর: দিনাজপুরে হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহামুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  

হাকিমপুর বিএনপির উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর স্বাক্ষরিত একটি চিঠিতে সোমবার (৮ নভেম্বর) দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

 

ঘোষণা পত্রে উল্লেখ করেন, হাকিমপুর বিএনপি জরুরি আলোচনায় সুলতান মাহামুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে।  

সম্প্রতি ইউনিয়ন জাতীয় পার্টির এক অনুষ্ঠানে সুলতান মাহামুদ বক্তব্য দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।