ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

‘মানুষ দুঃশাসন থেকে মুক্তি পেতে প্রহর গুনছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
‘মানুষ দুঃশাসন থেকে মুক্তি পেতে প্রহর গুনছে’ কথা বলছেন আমান উল্লাহ আমান। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, দেশ এখন কর্তৃত্ববাদী শাসনের করাল গ্রাসে আক্রান্ত। দেশের মানুষ আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে প্রহর গুনছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে আল ফুয়াদ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন ৫ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা। ঠিক তখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বাড়লো। যা জনগণের কাছে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে বর্তমান শাসকগোষ্ঠীর কোনো জবাবদিহিতা নেই।

তিনি বলেন, জনগণের কল্যাণে এই সরকার কোনো কাজ করে না। তারা সব সময় নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত। তাই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানো প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। বর্তমান সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালাতে দৃঢ় সংকল্পবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য আমজাদ হোসেন মোল্লা, মাহবুব আলম মন্টু, আবু হানিফ মিয়া, জিয়াউর রহমান।  

সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির সভাপতি কমিশনার মো. সাজ্জাদ হোসেন।  সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক।  

বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন মোল্লা, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলীম মিরাজ, সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী গাজী।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।