ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

‘দেশ এক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
‘দেশ এক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে’  সিপিবির সমাবেশ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গণ দাবি কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার নেতারা বলেন, ‘দেশ এক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে’।



মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে শহরের সাতমাথায় সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহের সভাপতিত্বে যুবনেতা কমরেড সুলতান আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজ প্রমুখ।

সভায় নেতারা বলেন, ‘দেশ এক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে’। দেশের সম্পদ অল্পসংখ্যক মানুষের মধ্যে পুঞ্জীভূত হচ্ছে। দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, নারী নিপীড়ন কমা তো দূরের কথা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। সিন্ডিকেটের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট কেটে নিচ্ছে, তবুও সরকার নীরব এবং নির্লিপ্ত। সরকারের এই নীরবতা এবং নির্লিপ্ততার কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা কারোও তোয়াক্কা করছে না। এসব সিন্ডিকেট ব্যবসায়ী মজুতদার মুনাফা খোরদের গ্রেফতার করতে হবে এবং অবিলম্বে দ্রব্য মূল্য জনগণের সহনীয় পর্যায়ে আনতে হবে।

সমাবেশে নেতারা গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে দ্বি-দলীয় বৃত্ত ভেঙে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।