ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব

হবিগঞ্জ: চাঁদাবাজি মামলায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেবকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।


 
এর আগে রাত সাড়ে ১০টায় র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ড্রাইভার বাজার থেকে প্রসেনজিৎকে আটক করে। তিনি বড়চর এলাকার প্রিয়তোষ দেবের ছেলে।
 
রাত সাড়ে ১২টায় র‌্যাব- হবিগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বাংলানিউজকে বলেন, গত বছরের ১ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেঘতারি পরোয়ানাভুক্ত ছিলেন প্রসেনজিৎ। মঙ্গলবার রাতে তাকে আটকের পর শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, সৌমেন পাল নামে এক ব্যবসায়ীর মামলায় প্রসেনজিৎ পলাতক ছিলেন। বুধবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।