ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: বরিশালে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর যুবলীগের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

এদিন সকাল সাড়ে ৯টায় সোহেল চত্বরের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুবলীগের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত নেতারা বলেন, যুব সমাজই দেশের শক্তি। আমরা দেশে শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নে কাজ করবো।

নগর যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে যুবলীগের কর্মীরা সবসময় পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।