ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: গণসংহতির বিক্ষোভ সমাবেশ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: গণসংহতির বিক্ষোভ সমাবেশ শুক্রবার

ঢাকা: ডিজেল-কেরোসিনের অযৌক্তিক দামবৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে গণসংহতি আন্দোলন।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির ঢাকা মহানরের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মনির উদ্দীন পাপ্পু। বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।