ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে যুবলীগের র‌্যালি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে যুবলীগের র‌্যালি

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত হয় এই র‌্যালি থেকে।

শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে এ র‌্যালিটি বের হয়ে শাহবাগ চত্বর, কাটাবন, সাইন্সল্যাব, সিটি কলেজ, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ র‌্যালির নেতৃত্ব দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বৃহস্পতিবার ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও একদিন পর শুক্রবার এই আনন্দর‌্যালি বের করা হয়। রাজধানীতে যানজট পরিস্থিতি এড়ানোর জন্যই র‌্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ র‌্যালি ও শোভা যাত্রার আয়োজন করা হয় ৷

প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতাকর্মী সমর্থক একের পর এক মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা৷

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও সংগঠনের পতাকা বহন করে৷ রং-বেরংয়ের বিভিন্ন সাজে সেজে র‌্যালিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবলীগের নেতাকর্মীরা।
এ র‌্যালিতে ছিলেন  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মন্জুর আলম শাহীন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল ও মো. বদিউল আলমসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এছাড়া র‌্যালিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মাকসুদ।  

১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মণি যুব লীগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১ 
এসকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।