ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রওশনের সুস্থতা কামনায় হাইকোর্ট মাজারে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
রওশনের সুস্থতা কামনায় হাইকোর্ট মাজারে দোয়া

ঢাকা: বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সুস্থতা কামনায় রাজধানীল হাইকোর্ট মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বাদ জুম্মা হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, ট্রাস্টি সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক উপজেলা জেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকারসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মামুন উপস্থিত মুসুল্লি ও দেশবাসীর কাছে রওশন এরশাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সঙ্কটাপন্ন অবস্থায় সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদকে গত ৬ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংককে নেওয়া হয়।

এর আগে গত ১৪ আগস্ট তার ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। এরপর টানা ৭৮ দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।