ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল: জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নগরের সদররোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দল সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, কোতোয়ালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষক দলের সভাপতি এইচ এম মহসীন আলম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মন্টু খান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আ. মন্নান মাস্টার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বানারীপাড়া বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, বাকেগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জম্মাদ্দার, জেলা বিএনপি সাবেক সহসভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন আনোয়ার সিকদার।  এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপির নেতা হান্নান শরীফ, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন সুজনসহ বাকেরগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া বিভিন্ন প্রর্যায়ের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।