ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্ট সরকারের চরিত্র জাসাসকে তুলে ধরতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
ফ্যাসিস্ট সরকারের চরিত্র জাসাসকে তুলে ধরতে হবে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য নির্বাচিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও সদস্য সচিব।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে যান জাসাসের নবনির্বাচিত আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এ সময় জাসাসের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। তারা জাসাসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আগামী আন্দোলন-সংগ্রামে জাসাসের নেতাকর্মীদের সাংস্কৃতিক ভ্যানগার্ডের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাসাস একটি ভিন্নধারার সংস্থা। তাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মাঝে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে।

এছাড়াও জাসাসকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারের প্রকৃত ফ্যাসিস্ট চরিত্র দেশের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।