ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন শনিবার

ঢাকা: সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে অর্থাৎ স্বাধীনতার পর থেকেই সীমান্তে বাংলাদেশি মানুষ হত্যা একটা ঐতিহ্যে পরিণত করেছে পার্শ্ববর্তী দেশ। এ নিয়ে বার বার পতাকা বৈঠক হয়েছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না।   তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।