ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকার বিরোধিতা, ৮ আ.লীগ নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
নৌকার বিরোধিতা, ৮ আ.লীগ নেতাকে বহিষ্কার

যশোর: আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের ৮ আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিয়েছে।

সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- নোয়ালী গ্রামের আবুল বাসার, পারখাজুরা গ্রামের কওসার আলী মাস্টার, শাহাজান মীর ও ফজলুর রহমান বিশ্বাস; মশ্মিমনগর গ্রামের শাহারিয়ার আলম খান, আকবর আলী; ভরতপুর গ্রামের আব্দুল হাই  এবং কাঁঠালতলা গ্রামের রিজাউল করিম।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী বিএনপিরআব্দুল গফুরের পক্ষে কাজ করছেন। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে স্পষ্ট কোনো প্রমাণ নেই।

এদিকে, নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় ৮ জনকে বহিষ্কারের বিষয় নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মশ্মিমনগর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আবুল হোসেন।

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৯ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দলের বর্ধিত সভা হয়েছে। সেই সভায় ওই ৮ জন অনুপস্থিত ছিলেন। সেদিনই তাদের সাময়িক বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরে রেজুলেশন আকারে সোমবার (১৫ নভেম্বর) ৮ জনের নাম উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ’ তবে বহিষ্কৃতদের পদ-পদবী জানাতে চাননি এ নেতা।

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী বলেন, ‘বহিষ্কৃতরা নৌকার পক্ষে কাজ করছেন না। ’ তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন এমন প্রমাণ আছে কিনা জানতে চাইলে ইউসুফ আলী বলেন, ‘স্পষ্ট প্রমাণ নেই। ’


বাংলাদেশ সময় : ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।