ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জ মহানগর যুবদলের দায়িত্বে মন্তু-সজল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
না’গঞ্জ মহানগর যুবদলের দায়িত্বে মন্তু-সজল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলে মমতাজ উদ্দিন মন্তুকে আহ্বায়ক ও মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্র।

মঙ্গলবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি অনুমোদন করেন।

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাগর প্রধানকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোয়াজ্জেম হোসেন মন্টি ও শাহেদ আহমেদকে।

কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম সজল জানান, আমি দলের প্রতি আস্থাশীল। দল দায়িত্ব দিয়েছে আমি কাজ কর‍তে প্রস্তুত আছি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।