ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শাহনেওয়াজ কবির শুভ্র, আবু রাইহান উজ্জ্বল ও আদনান শাহরিয়ার

জয়পুরহাট: জয়পুরহাট জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে জেলা শাখায় তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত জেলা যুবদলের সদস্য সচিব শাহরিয়ার আদনান বুধবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়পুরহাট জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

আগামী ১৫ দিনের মধ্যে বাকি সদস্যদের নামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিন সদস্যের কমিটিতে রয়েছেন- আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্জ্বল ও সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ওরফে আদনান শাহরিয়ার।

এদিকে কমিটি ঘোষণার পরই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করে নবগঠিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।