ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে তাঁতীলীগ নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
যশোরে তাঁতীলীগ নেতা খুন

যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাঁকন (৩৫) নামে এক তাঁতীলীগ নেতা খুন হয়েছেন।  

তিনি শহরের বারান্দি মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে।

বুধবার (১৭  নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাঁকন বাড়ির পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত আব্দুর রহমান কাঁকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে থাকতে পারে। হত্যাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।