ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
‘মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা শুক্রবার

ঢাকা: গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভা এবং ‘মওলানা ভাসানীর কৃষক সমিতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহীয় কমিটি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর এবং গ্রন্থটির সম্পাদক ও মওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।