ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মওলানা ভাসানী স্মরণে আলোচনা সভা শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
মওলানা ভাসানী স্মরণে আলোচনা সভা শনিবার

ঢাকা: ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

শুক্রবার (১৯ নভেম্বর) পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তি সংগ্রামের প্রাণপুরুষ মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সভা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল।

সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরকেআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।