ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় বিএনপির গণঅনশন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
নেত্রকোনায় বিএনপির গণঅনশন কর্মসূচি নেত্রকোনায় বিএনপির গণঅনশন কর্মসূচি

নেত্রকোনা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার স্থায়ী মুক্তির দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (২০ নভেম্বর) নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয় এ অনশন।

জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীদের  অংশগ্রহনে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ অনশন।

এ সময় কর্মসূচীতে অংশ নেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।