ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির গণ-অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বরিশালে বিএনপির গণ-অনশন বরিশালে বিএনপির গণঅনশন

বরিশাল: দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে গণ- অনশন করেছে বরিশাল মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ নভেম্বর) নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে বিএনপির গণ-অনশনকে ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অশ্বিনী কুমার হলের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

মহানগর বিএনপির নতুন আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, সদস্য সচিব দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ, মহানগর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমসহ অন্যরা।

গণ-অনশন কর্মসূচিতে বক্তরা বলেন, মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাভোগ করছে। আজ তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবিও করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।