ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
সিকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

শনিবার (২০ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সেইসঙ্গে আগামী সাত কার্যদিবসে সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নতুন কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিনজন নেতার কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।  

এ তিন নেতা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক এস এম মাসুদুর রহমান মিঠু, উপ-পাঠাগার সম্পাদক শাহিন আলম এবং উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক নাইমুর রহমান রানা।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।