ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ‘স্লো পয়জনিং’ করতে পারে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
খালেদাকে ‘স্লো পয়জনিং’ করতে পারে সরকার

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গ্রেফতারের পর আমরা বলেছিলাম এ সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করতে পারে। এ সরকার তাকে বিষ প্রয়োগ করতে পারে।

এখন জনগণের মনে শঙ্কা যে আপনি (শেখ হাসিনা) খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছেন, এ কারণেই তাকে বিদেশ যেতে দিচ্ছেন না। ’  

রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া বিদেশে গেলে পরীক্ষা-নিরীক্ষায় যদি ‘স্লো পয়জনিং’ ধরা পড়ে সেই ভয়ে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়া কারাগারে যখন গেছেন তখন তিনি হেঁটে গেছেন, আজকে তিনি গুরুতর অসুস্থ কেন? এ গুরুতর অসুস্থতা নিশ্চয়ই কারাগারে দেশনেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য আপনি বিষ প্রয়োগ করেছেন কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন, তাকে ‘স্লো পয়জনিং’ করেছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন। ’

তিনি বলেন, ‘শেখ হাসিনার জনগণের সমর্থন দরকার নেই, ভোটের দরকার নেই। তার জবাবদিহিতার দরকার নেই। তিনি তার লোকজনদের টাকা লুটের সুযোগ করে দিয়েছেন। সেই লুটের টাকায় তারা বিদেশে বাড়ি-ঘর বানাচ্ছে। যে কোনো পরিবর্তন হলে তারা চলে যাবে। তিনি টের পাচ্ছেন না কেউ তার পাশে থাকবে না। এ ধরনের গণবিরোধী মানুষের পাশে কেউ কখনও থাকেনি। ’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যত জুলুম-নির্যাতন সহ্য করে গেছেন শুধু গণতন্ত্রকে মুক্ত করার জন্য। সাতবার গৃহবন্দি হয়েছেন, পুলিশ তাকে গ্রেফতার করেছে। তারপরও তিনি বিচ্যুত হননি তার কর্তব্য পালন থেকে, তার লক্ষ্য থেকে, এ হচ্ছে খালেদা জিয়া। রাজপথে তার অসীম সাহসিকতা দেখিয়ে গেছেন। এ কারণেই দেশের শত্রুরা মূল টার্গেট করেছে খালেদা জিয়াকে বন্দি করার মধ্য দিয়ে। ’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।