ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
খালেদার সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

বরিশাল: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নগরের আগরপুর রোডে এ কর্মসূচি আয়োজিত হয়।

সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মন্টু খা, কৃষক দল আহ্বায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মানিক, মাহবুবুর রহমান বাবুল, আবুল হোসেন মাঝি ও সদর উপজেলা যুবদল আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কোনো আইনের নোংরা মারপ্যাঁচ দেখতে চাই না। আমরা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সু-চিকিসার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।