ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকায় ডিসিকে স্মারকলিপি প্রদান

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: রিজভী

ঢাকা: গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি দেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন,  সদস্য সচিব খন্দকার আবু আশফাক, সদস্য নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।   দেশনেত্রীকে অবিলম্বে বিদেশে পাঠানো হোক, তার কিছু হলে  বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বসে থাকবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দী রয়েছেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা আগেও বলেছি, তাকে তিলে তিলে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। এর প্রমাণ হলো, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তিনি বলেন, আমরা বারবার বলেছি, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সরকার নানা অজুহাত দেখিয়ে তার মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখন বন্দী ছিলেন, তখন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।