ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চেয়ারম্যান পদে পাহাড়ে তিনিই একমাত্র নারী প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
চেয়ারম্যান পদে পাহাড়ে তিনিই একমাত্র নারী প্রার্থী মাহমুদা বেগম লাকি

খাগড়াছড়ি: জোর প্রচারণা, টান টান উত্তেজনা ও একাধিক প্রার্থীর অংশগ্রহনে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। জয় নিশ্চিত করতে হেভিয়েট প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

ইতিমধ্যে খাগড়াছড়ির বেশ কয়েকটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তবে তৃতীয় ধাপে আসন্ন নির্বাচনকে ঘিরে কিছুটা ব্যতিক্রম খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন। কারণ এখানে লড়ছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহমুদা বেগম লাকি। চেয়ারম্যান পদে পাহাড়ে তিনিই একমাত্র নারী প্রার্থী। লাকি দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অন্যান্য প্রার্থীদের হয়ে প্রচার প্রচারণা অব্যাহত থাকলেও মাহমুদা বেগম লাকি জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছেন। প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা তার প্রচারণায় অংশ নিচ্ছেন।

একই ইউনিয়নে নৌকার মাহমুদা ছাড়াও চেয়ারম্যান পদে আরও দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন আনারস প্রতীকে হেমব্রত চাকমা (কার্বারী) এবং হাতপাখা প্রতীকে আশরাফুল ইসলাম।

মাহমুদা বেগম লাকি বলেন, নারীদের সন্মান জননেত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। নেত্রী যেহেতু আমার ওপর আস্থা রেখে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেহেতু আমি জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে আমার নেত্রী এবং দলের সে আস্থা ধরে রাখতে চাই।

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট, শিক্ষাসহ সব উন্নয়নে ভূমিকা রাখব।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, প্রত্যেকটি ইউনিয়নে নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন অবশ্যই জনগণ মূল্যায়ন করবে। একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম লাকির জয়ও আমাদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে।

মেরুং ইউনিয়নে পুরুষ ভোটার ১৪ হাজার ৮০৫ ও নারী ভোটার ১৪ হাজার ১৮৪ জন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।