ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: লেবার পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান ও লায়ন ফারুক রহমান

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান অভিযোগ করেছেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে।

তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে দীর্ঘদিন খালেদা জিয়া কারাগারে রেখেছেন।

সেখানে যথাযথ চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়া আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ কথা ব‌লেন।
লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন সাক্ষরিত ওই যৌথ বিবৃতিতে তারা ব‌লেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়া কোনো অমূলক দাবি নয়, এটা তার অধিকার। চিকিৎসক টিম বার বার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করলেও সরকার খামখেয়ালী ভাবে আইনের অপব্যাখ্যা দিয়ে রেখেছে।

তারা আরও বলেন, জিয়া পরিবার, বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে বার বার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না। এহেন পরিস্থিতে আল্লাহ না করুন, বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু হলে এর জন্য শেখ হাসিনাই দায়ী থাকবেন।

বিবৃতিতে তারা ব‌লেন, আমরা আশঙ্কা কর‌ছি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কা‌রো জন্য ভালো বার্তা বহন করবে না। আশা ক‌রি সরকার সত্যিকারের দায়ত্বশীলতার পরিচয় দিয়ে দ্রুত সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চি‌কিৎসা নেওয়ার ব্যবস্থা করবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।