ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পদ হারালেন বাগেরহাট স্বেচ্ছাসেবক দলের দুই নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পদ হারালেন বাগেরহাট স্বেচ্ছাসেবক দলের দুই নেতা

বাগেরহাট: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়া তানুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এছাড়া তিন নেতাকে সতর্ক করা হয়েছে কেন্দ্র থেকে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়া তানুকে বহিষ্কার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান ও দপ্তর সম্পাদক আল আমিন শেখকে সতর্ক করা হয়েছে।

নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে গেল ১৩ নভেম্বর দুপুরে বাগেরহাট জেলা বিএনপির সভায় হামলার অভিযোগ ওঠায় ওই নেতাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। এ হামলার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম মামলা করেন।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা,  নভেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।