ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির ৪৮ নেতাকর্মী কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ফরিদপুরে বিএনপির ৪৮ নেতাকর্মী কারাগারে  ...

ফরিদপুর: স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ হত্যা মামলায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রত্না সাহা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফরিদপুর জজ কোর্টের আইনজীবী হাফিজুর রহমান রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির ৪৮ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

কারাগারে পাঠানো আসামিরা হলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হারুনার রশিদ হারেজ চেয়ারম্যান, প্রচার সম্পাদক ওমর আলী, নগরকান্দা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, নগরকান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা রাজু, জাহিদ, জিন্দার, রিপন, সবুজ, খালিদ, কৃষক দল নেতা কলমসহ নগরকান্দা বিএনপির ৪৮ নেতাকর্মী।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।