ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে কৃষকদলের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
বরিশালে কৃষকদলের লিফলেট বিতরণ ছবি: বাংলানিউজ

বরিশাল: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ গণপরিবহন ও লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশাল নগরীর বিভিন্ন বাজার ও পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর কৃষকদল।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সদররোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা শেষে ওই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ এম মহসিন আলম, সদস্য সচিব সফরুল আলম, বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, বরিশাল মহানগর আহ্বায়ক আ. রসিদ চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।