ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের নেতৃত্বে মিমো-লাভলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের নেতৃত্বে মিমো-লাভলী

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৪১তম সম্মেলন থেকে কাউন্সিলের মাধ্যমে শাহরিয়ার ইব্রাহিম মিমোকে সভাপতি, লাভলী হককে সাধারণ সম্পাদক ও প্রিজম ফকিরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  

শনিবার (২৭ নভেম্বর) ছাত্র ইউনিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

 

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ এ এন রাশেদা।   

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক অনুপম অমির সভাপতিত্বে ও সদস্য প্রিজম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রিতম ফকির, আহ্বায়ক সালমান রাহাতসহ প্রমুখ।  

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারও স্বোপার্জিত স্বাধীনতায় এসে শেষ হয়। সমাবেশ শেষে ডাকসু ক্যাফেটেরিয়ায় কাউন্সিল সম্পন্ন হয়।  

নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।