ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনে জাপার ফরম বিতরণ রোববার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ইউপি নির্বাচনে জাপার ফরম বিতরণ রোববার 

ঢাকা: পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। এ উপলক্ষে চেয়ারম্যান পদে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ নভেম্বর) থেকে ৬ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।  

স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসএমএকে/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।