ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: নজরুল

ময়মনসিংহ: সুচিকিৎসায় বাঁধা দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন‍্যতম সদস্য মো. নজরুল ইসলাম খান।

তিনি বলেন, খালেদা জিয়া আজ কারাগারে, আমরা তাকে মুক্ত করতে চাই।

কিন্তু তার জীবননাশের চেষ্টা করছে সরকার। তার সুচিকিৎসায় বাধা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ হাসপাতালের চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার, যা দেশে সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির অন‍্যতম এ সদস্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার আন্দোলনের প্রস্তুতি নিন। কথা দিচ্ছি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ময়দানে আমি আপনাদের সঙ্গে থাকবো।  

তিনি বলেন, জাসদ নেতা আ স ম আব্দুর রবকে সাজা থাকা অবস্থায় খালেদা জিয়া জার্মানিতে চিকিৎসা করিয়েছেন। আইনে এর অনেক দৃষ্টান্ত আছে। বিদেশে থাকা অনেক আসামিকে মাফ করে দেওয়া হয়েছে। জেলে না গিয়েও দণ্ড মওকুফ করে দেওয়ার নজির আছে। তাহলে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। ইনশাআল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী দিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।  

এ সময় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ‍্যে সাবেক এই শ্রমিক নেতা বলেন, ময়মনসিংহ এসে দেখে যান রাস্তায় রাস্তায় বিএনপির সমাবেশে জনতার জোয়ার এসেছে। সারা দেশে একযোগে আজ ৯টি বিভাগীয় সমাবেশ হয়েছে। সবগুলোতেই গণজোয়ার সৃষ্টি হয়েছে।  

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রয়োজনে আগামী দিনে একযোগে দেশের সব জেলা-উপজেলা ও ইউনিয়নে সমাবেশ করা হবে।  

এর আগে দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবিতে এ বিভাগীয় সমাবেশ শুরু হয়।   এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।  

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ফ‍্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিহিংসার ফরমায়েশি রায়ে ২৫ মাস কারাগারে বন্দি রেখে স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এখন তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। অথচ মেডিক্যাল বোর্ড নেত্রীকে বিদেশ নিতে বলছে। কিন্তু সরকার উপহাস করছে। এতে সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে সরকারের রেহাই নেই। টেনে হিঁছড়ে ক্ষমতাচ্যুত‍ করা হবে।  

 

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু  ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস  চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, নির্বাহী সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, আ. বারী ড‍্যানী, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডা. রুবেল, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হেলালী, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ তায়েবুর রহভান হিরন, আবুল বাসার আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আ. খালেক হাওলাদার প্রমুখ।

এদিকে সমাবেশ উপলক্ষে বিশাল মিছিল নিয়ে যোগ দেয় ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ভিপি শামছুল হক শামছু। মিছিলে সংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।