ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমি সব সময় ঐক্যের কথা বলেছি: ড. কামাল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
আমি সব সময় ঐক্যের কথা বলেছি: ড. কামাল  ফাইল ফটো

ঢাকা: দুই অংশে বিভক্ত গণফোরামের একটি অংশ মোস্তফা মহসীন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের আয়োজন করেছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।

শুক্রবার (৩ ডিসেম্বর) এই কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছিল গণফোরামের মূল অংশের সভাপতি ও দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে।

তিনি কাউন্সিলে উপস্থিত হননি। তবে তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, আমি অসুস্থতার কারণে আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারিনি। তবে আপনাদের এই জাতীয় কাউন্সিলের সমাবেশকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সফলতা কামনা করছি। আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি গণফোরামের সব নেতাকর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
এমএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।