ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ  মৌলভীবাজারে ছাত্রদলের সমাবেশ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা পালন করে সংগঠনটি।

জেলা ছাত্রদল সেক্রেটারি আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা ছাত্রদলের ছাত্র-বিষয়ক সম্পাদক মোহাইমিনুর রহমান দিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন পারভেজ, আবিদ রহমান, মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, সাজিবুর রহমান, আজমল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, হাসান আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, আফজাল শরীফ শুভ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাবেদ আলী নাঈম, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, আজিজ চৌধুরী, জাফরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমেদ, মাকনুনুর রহমান প্রমুখ।

মৌলভীবাজার জেলা ছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।