ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের কুশপুতুল পোড়ালো ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের কুশপুতুল পোড়ালো ছাত্রদল ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে নয়াপল্টনে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুতুল পুড়িয়েছে ছাত্রদল।

রোববার (৫ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কুশপুতুল পোড়ানো হয়।

এ সময় ছাত্র দলের নেতারা বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে লাগামহীন বক্তব্যে ধারাবাহিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় অবৈধ মন্ত্রী মুরাদ দেশনায়ক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে যে বক্তব্য দিয়েছেন সেটি ঘৃণ্য ও জাতি স্তম্ভিত।

তারা বলেন, আমরা চাই, অবৈধ মন্ত্রী মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণ হীন, অসত্য ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।