ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রতিমন্ত্রী মুরাদের গ্রেফতার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
প্রতিমন্ত্রী মুরাদের গ্রেফতার দাবি

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানবতার ন্যূনতম অর্জনকে বিলীন করে দিয়েছে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বক্তব্য দেশের নারী সমাজের নিরাপত্তাহীনতা কতখানি প্রশ্নবিদ্ধ ও ভয়ঙ্কর, তা স্পষ্ট হয়েছে।

অনতিবিলম্বে মন্ত্রীত্ব কেড়ে নিয়ে তাকে গ্রেফতার করতে হবে। ’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে যখন সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তখন রাষ্ট্রীয় এ কুলাঙ্গার দেশের হৃদয়ে আঘাত করেছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তামাশা করার পর জিয়া পরিবারের সদস্যদের নিয়ে যে মদ্যপ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে, দেশের মানুষ এদের সমূল উৎপাটন করবে। অবিলম্বে মুরাদকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে দেশের নারী সমাজ রাজপথে এর জবাব দেবে। ’

বিবৃতিতে এলডিপির দুই নেতা বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ একজন নারীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, একজন মানসিক রোগীও এমন আচরণ করবে না। রাজনৈতিক সহমর্মিতার শেষ বিন্দুটুকু এ মুরাদরা নষ্ট করে দেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর পেছনে কেবল চক্রান্তই নয়, বাংলাদেশকে অরাজক করে তুলতে এমন মন্ত্রীরা অপশক্তির প্রেতাত্মার ভূমিকায় নেমেছে। ’

স্বাধীনতার ৫০ বছরে এসে এসব দেশবিরোধী চক্রান্ত দেশের মানুষ আর সহ্য করবে না উল্লেখ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য বর্ণবাদী, বিকৃত ও যৌন হয়রানিমূলক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কুলাঙ্গারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।