ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আইভীর পক্ষে আ.লীগ নেতাদের মনোনয়ন সংগ্রহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
আইভীর পক্ষে আ.লীগ নেতাদের মনোনয়ন সংগ্রহ  আইভীর পক্ষে আ.লীগ নেতাদের মনোনয়ন সংগ্রহ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন লীগের নেতারা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

এ সময় আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।

জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।